অরাজ
প্রচ্ছদ » রাষ্ট্রহীন সমাজতন্ত্র।। মিখাইল বাকুনিন

রাষ্ট্রহীন সমাজতন্ত্র।। মিখাইল বাকুনিন

মিখাইল বাকুনিন উনিশ শতকের রুশ নৈরাজ্যবাদী। সমাজতন্ত্রকে তিনি ফরাসি বিপ্লবের বিকশিত রূপ হিসেবে দেখেছেন। বাকুনিন মনে করতেন, সমাজতন্ত্র ছাড়া স্বাধীনতা বেইনসাফি। আর স্বাধীনতা ছাড়া সমাজতন্ত্র স্বেচ্ছাচার-নির্মমতা।

বর্তমান রচনাটি বাকুনিনের Stateless Socialism: Anarchism-এর বঙ্গানুবাদ। রুশ নৈরাজ্যবাদী আন্দোলনের অন্যতম চিন্তক গ্রেগরি ম্যাক্সিমফ সম্পাদিত The Political Philosophy of Bakunin বইয়ে রচনাটি সংকলিত হয়। নিউইয়র্কের ফ্রি প্রেস থেকে ১৯৫৩ সালে প্রকাশিত হয় বইটি।

বাকুনিনের এই রচনাটি ১৮৭১ সালে সংগঠিত প্যারি কমিউনের পরে লেখা। বাকুনিনের কাছে প্যারি বিপ্লব ছিল নৈরাজ্যবাদী সমাজ তথা রাষ্ট্রহীন সমাজতন্ত্রর চাক্ষুষ উদাহরণ। প্যারি বিপ্লবের পতনের পর মার্কস সমাজতন্ত্র সম্পর্কে তাঁর ধারণাকে প্রলেতারিয়েত একনায়কত্ব হিসেবে নিবদ্ধ করেন। অন্যদিকে বাকুনিন মার্কসীয় সমাজতন্ত্রকে কর্তৃত্বপরায়ণ মনে করতেন। তিনি কমিউনের অটুঁট যৌথতার প্রতি জোর দেন। বাকুনিন মনে করতেন, বিপ্লবের সময় এক ঝটকায় রাষ্ট্রকে উচ্ছেদ করা দরকার। প্রলেতারিয়েতের রাষ্ট্রক্ষমতা তাঁর মতে, কেবলমাত্র নতুন রাষ্ট্রজীবী বিশেষ সুবিধাপ্রাপ্তদের শ্রেণী-ক্ষমতা। তিনি বলতেন, রেড বুরোক্রাসি। বলশেভিকদের পরিণতি বাকুনিনকেই অভ্রান্ত প্রমাণ করে।

প্রচ্ছদে ব্যবহৃত প্যারিস এন্ড দ্য কমিউন চিত্রকর্মটি ১৮৯১ সালে মার্কিন স্যাকেট এন্ড ওয়েলহেলম লিথোগ্রাফিং কোম্পানি প্রকাশ করে। শিল্পী অজ্ঞাত।

পিডিএফ ডাউনলোড করুন এই লিংক থেকে।

অরাজ